নোটিশ

আমাদের ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানুন

ইউনিয়নের সংক্ষিপ্ত বিবরণঃ

৩নং মির্জাপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন: মির্জাপুর ইউনিয়নের আয়তন ৬,৪৫১ একর (২৬.১১ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যার উপাত্ত: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মির্জাপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৪০,০৫২ জন। এর মধ্যে পুরুষ ২০,১১৯ জন এবং মহিলা ১৯,৯৩৩ জন। মোট পরিবার ৭,৪৪৪টি।
অবস্থান ও সীমানা: হাটহাজারী উপজেলার মধ্য-পশ্চিমাংশে মির্জাপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফরহাদাবাদ ইউনিয়ন ও ধলই ইউনিয়ন, পূর্বে গুমানমর্দন ইউনিয়ন ও ছিপাতলী ইউনিয়ন, দক্ষিণে হাটহাজারী পৌরসভা এবং পশ্চিমে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো: মির্জাপুর ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এটি ৮টি মৌজায় বিভক্ত।
শিক্ষা ব্যবস্থা: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মির্জাপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫০%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।
খাল ও নদী: মির্জাপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমারী খাল, বালুখালী খাল, চারিয়া লালমতি খাল, চারিয়া সোনাইছড়ি খাল এবং চারিয়া কবিরা ছড়া।
হাট-বাজার: মির্জাপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল চারিয়া নয়াহাট,বুডি পুকুর বাজার,মুহুরী হাট,মইজ্ঞার হাট,বাকর আলী চৌধুরী হাট,এবং সরকার হাট।
যোগাযোগ ব্যবস্থা: মির্জাপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-নাজিরহাট সড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। তবে অন্যান্য সড়কগুলোে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সড়ক পথ ছাড়াও মির্জাপুর ইউনিয়নে যোগাযোগের জন্য রেলপথ রয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের সরকারহাট স্টেশনই রেলযোগে মির্জাপুর ইউনিয়নে যোগাযোগের মাধ্যম।

আমাদের লোকেশন

আমাদের পার্টনার
পেমেন্ট মাধ্যম